Trump Announces 90 Days Pause On China Tariff : চিনের উপর থেকে শুল্ক চাপানোর প্রক্রিয়া আরও ৯০ দিন পিছলো আমেরিকা
ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চিনের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে। পাল্টা পদক্ষেপ হিসেবে চিনও জানিয়েছে, তারাও আপাতত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে না (Trump Announces 90 Days Pause On China Tariff)।
অর্থাৎ, আগামী ৯০ দিন চিনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করবে না আমেরিকা। একইভাবে, মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আপাতত চাপাবে না চিনও।
সোমবার এই বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “আমরা বিষয়টি নজরে রাখছি। তবে ওরা (চিন) খুব ভালভাবেই পরিস্থিতি সামলাচ্ছে। আমার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্কও অত্যন্ত ভালো।” এর পরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শুল্ক-বিরতির ঘোষণা করেন ট্রাম্প।
গত মে মাসে জেনেভায় চিন-আমেরিকা বৈঠকের পর দুই পক্ষই ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়। যদিও জুলাইয়ের শেষে স্টকহোমে ফের একটি বৈঠক হলেও, তখন এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।
এবার ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন শুল্ক কার্যকর করার সিদ্ধান্ত আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে বিদ্যমান শুল্কহারই কার্যকর থাকবে। প্রসঙ্গত, বর্তমানে চিনা পণ্যের উপর আমেরিকা ৩০ শতাংশ শুল্ক নেয়, আর মার্কিন পণ্যের উপর চিনের নেওয়া শুল্কহার ১০ শতাংশ। আপাতত এই হারেই লেনদেন চলবে বলে জানানো হয়েছে।