ULLU App Ban: কেন্দ্র ব্যান করল ULLU, ALTT, DesiFlix সহ সব সফট পর্ন OTT

88

ডিজিটাল ডেস্ক ২৫শে জুলাইঃ একাধিক সফট পর্ন সাইট নিষিদ্ধ করল ভারত সরকার। অশ্লীল ও আপত্তিজনক কনটেন্ট প্রদর্শনের অভিযোগে উল্লু সহ (Ullu App Ban) একাধিক মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ULLU, ALTT, DesiFlix, Big Shots, Boomex, Gulab App, Bull App, Jalva App, Wow Entertainment, ShowX, Adda TV সহ অন্যান্য। অভিযোগ, এই ধরনের সাইটগুলিতে আপত্তিকর এবং যৌনগন্ধিসুলভ কনটেন্ট দেখানো হচ্ছে, যা দর্শকদের মধ্যে খারাপ প্রভাব ফেলছে। তালিকাভুক্ত অ্যাপগুলির মধ্যে রয়েছে উল্লু (ULLU), ALTT, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমএক্স, নবরসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলভা অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিটপ্রাইম, ফেনিও, শোএক্স, সল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হুলচুল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স ভিআইপি, ফুগি, মোজফ্লিক্স এবং ট্রিফ্লিক্সের মতো জনপ্রিয় নাম(ULLU App Ban)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সব অ্যাপ ও ওয়েবসাইটে নানা ধরনের অশ্লীল বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার করা হচ্ছিল, যার ফলে এগুলিকে তথ্য প্রযুক্তি আইন ও অন্যান্য প্রচলিত আইনের পরিপন্থী বলে গণ্য করা হয়েছে। বিশেষত, তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ ও ৬৭এ ধারা, ২০২৩ সালের ভারতীয় দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা এবং ১৯৮৬ সালের ‘নারীদের অশালীন উপস্থাপনা প্রতিরোধ আইন’-এর ৪ নম্বর ধারার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৭৯(৩)(বি) ধারা অনুযায়ী, কোনও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যদি সরকারের নোটিস পাওয়ার পরও দ্রুত বেআইনি কনটেন্ট মুছে না ফেলে, তা হলে তাদের বিরুদ্ধে দায়বদ্ধতা আর থাকে না—বরং তারাই অপরাধে সহায়তার দায়ে পড়ে।

তথ্য সম্প্রচার মন্ত্রকের দাবি, সমাজের নৈতিকতা ও আইনের শাসন রক্ষার স্বার্থেই এই ধরনের অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। আগামিদিনে এ ধরনের পদক্ষেপ আরও কঠোর হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। এর আগে গত মার্চ মাসে কেন্দ্রের তরফে এমনই আরও ১৮টি OTT প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টটি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় ছিল, Dreams Films, Neon X VIP, MoodX, Besharams, Voovi, Mojflix, Yessma, Hunters, Hot Shots VIP, Fugi, Uncut Adda, Rabbit, Tri Flicks, Xtramood, Chikooflix, X Prime, Nuefliks এবং Prime Play