USA Gunman Attack : আমেরিকায় বন্দুকবাজের হামলা! মৃত ২, আহত একাধিক

48

ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : মার্কিন সময় অনুযায়ী সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের একটি ওয়ারহাউস কমপ্লেক্সে হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ (USA Gunman Attack)। হামলায় প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও ৬ জন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সামার ফেস্টিভ্যাল উপলক্ষে লস অ্যাঞ্জেলসের শহরতলি এলাকায় একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হন। রবিবার রাত ১১টা নাগাদ খবর আসে, এক বন্দুকধারী ওই অনুষ্ঠানে ঢুকেছে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। এক সন্দেহভাজনকে আটকও করা হয়। যদিও পুলিশ রাত ১১টার দিকে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টা পর, রাত প্রায় ১টা নাগাদ ফের হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

এর আগেও আমেরিকার বিভিন্ন প্রান্তে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, মানসিকভাবে বিপর্যস্ত কেউ হঠাৎ করে বন্দুক হাতে জনবহুল এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়েছেন, তারপর নিজের জীবনও শেষ করে দিয়েছেন।

গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে এমনই এক গুলি চালানোর ঘটনা ঘটে। ওই হামলায় প্রাণ হারান ২ জন, এবং পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। সাম্প্রতিক হামলার ঘটনা সেই পুরনো আতঙ্ককে আবারও সামনে এনে দিয়েছে।