USA Imposed Fifty percent Tariff For India : ভারতের উপর আরও ২৫ শতাংশ কর চাপাল আমেরিকা, নতুন শুল্কহার ৫০ শতাংশ
ডিজিটাল ডেস্ক, ৬ অগাস্ট : রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘জরিমানা’ দিতে হবে— আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ‘জরিমানা’র অঙ্কও প্রকাশ্যে এল। বুধবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হল, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। ফলে মোট শুল্ক দাঁড়াচ্ছে ৫০ শতাংশে (USA Imposed Fifty percent Tariff For India)।
এর অর্থ, এবার থেকে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিতে হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তে অনুমোদন দিতে বুধবার একটি এগ্জ়িকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন ট্রাম্প। নির্দেশ কার্যকর হবে ২৭ অগস্ট থেকে।
মঙ্গলবারই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, “ভারত বাণিজ্যের ক্ষেত্রে কোনও আদর্শ সঙ্গী নয়। তারা আমাদের বাজারে বিপুল বাণিজ্য করে, অথচ আমরা তাদের বাজারে তেমন সুযোগ পাই না। সেই কারণেই আমরা আগেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই শুল্ক আরও বাড়ানো হবে।”
ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের পরোক্ষভাবে রাশিয়াকে সাহায্য করছে। তাঁর মতে, “রুশ ‘বন্ধু’ ভারতের কাছে ইউক্রেনের প্রাণহানি কোনও গুরুত্বই পায় না।” এই কারণ দেখিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা ভারতের উপর আরও বেশি হারে শুল্ক আরোপ করবে।
প্রসঙ্গত এর আগে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। সেই ঘোষণাতেই ট্রাম্প ভারত ও রাশিয়ার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ভারত রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে ‘জরিমানা’ দিতে হবে। কিন্তু সে বার জরিমানার অঙ্ক নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। বুধবার বাড়তি শুল্কের কথাও ঘোষণা করা হল। আগে ঘোষিত ২৫ শতাংশ ৭ অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বুধবার যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হল, তা আরও ২১ দিন পর কার্যকর হবে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। অর্থাৎ, ২৭ তারিখ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই এই পদক্ষেপ, জানিয়েছেন ট্রাম্প।