Viral Video: কানপুরের রাস্তায় শুয়ে পড়ে মেয়ের জন্য বাবার প্রতিবাদ

53

ডিজিটাল ডেস্ক ৩রা অগাস্টঃ একজন বাবার ব্যতিক্রমী প্রতিবাদ ইন্টারনেট জুড়ে সাড়া ফেলেছে । কানপুরের বাররা-৮ এলাকার এক ব্যক্তি রাস্তার কাদা-জলের মধ্যে শুয়ে পড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। কেন? কারণ তাঁর ছোট্ট মেয়ে স্কুলে যাওয়ার সময় জলমগ্ন একটি গর্তে পড়ে গিয়ে আহত হয়(Viral Video)।

ঘটনাটি ঘটেছে রাম গোপাল চকের কাছে, যেখানে রাস্তার অবস্থা এমনিতেই খানা-খন্দে ভরা । বৃষ্টির সময় যার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তায় শুয়েই মেয়েটির বাবার চিৎকার, “এটা রাজনীতি নয়, মনের যন্ত্রণা।”

ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনি একটি চট ও বালিশ নিয়ে সেই গর্তের মাঝেই শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন। বলছেন, “এটা রাজনৈতিক কর্মসূচি নয়, বাধ্য হয়ে প্রতিবাদ করছি। প্রতিদিন কেউ না কেউ পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, আর আমরা দেখেও কিছু করতে পারছি না। বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।”

ঘটনাস্থলে পথচারীদের ভিড় জমে যায়। কেউ কেউ থমকে দাঁড়িয়ে যান, কেউ ভিডিও করেন। এই সময় তিনি ‘ভারত মাতার জয়’ স্লোগানও দিতে থাকেন।

স্থানীয়রা জানাচ্ছেন, রাম গোপাল চক থেকে আনন্দ সাউথ সিটি পর্যন্ত রাস্তাটির অবস্থা গত কয়েক বছর ধরেই বেহাল। কাউন্সিলর, বিধায়ক, সাংসদ— সকলের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কারও কোনও টনক নড়েনি।

এক বাসিন্দার কথায়, “এই রাস্তায় এত গর্ত যে বর্ষায় বোঝাই যায় না কোথায় রাস্তা আর কোথায় গর্ত।” একই রাস্তা ব্যবহার করেন হাজার হাজার মানুষ, বাররা থেকে গুজাইনি যাওয়ার অন্যতম পথ এটি। স্থানীয়রা আরও বলছেন, ছোট্ট মেয়েটির ঘটনাই প্রথম নয়, গত বছরও এক বৃদ্ধ এই একই জায়গায় পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তবু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।