ডিজিটাল ডেস্ক, ৮ অগাস্ট : লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলেছেন বিরাট কোহলি, এবং সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই ব্যবসায়ী নিজেই (Virat Kohli Old Look)। বরাবরই ফিটনেসে ভরপুর ‘কিং কোহলি’কে এই ছবিতেও যথেষ্ট “ফিট” লাগছে। তবে বিরাটের নতুন লুক অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, দাড়ি-গোঁফে সাদা রঙের উপস্থিতি কালোর তুলনায় অনেক বেশি। এমনকি ভ্রু-তেও সাদার ছাপ স্পষ্ট। চুল-দাড়িতে পাক ধরেছে, আর তা থেকেই বয়সের ছাপও যেন আরও প্রকটভাবে ধরা পড়ছে। কোহলির এই রূপ বদল অনেক অনুরাগীর মনেই হালকা আক্ষেপের জন্ম দিতে পারে।
আইপিএল শেষ হওয়ার পর থেকেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বেশিরভাগ সময় লন্ডনেই কাটাচ্ছেন। সেখানেই সম্প্রতি কোহলির সঙ্গে লন্ডনের রাস্তায় হঠাৎ দেখা হয়ে যায় এক অনুরাগী, শাস পটেলের। ভক্তের আবদারে খুশি মনে ছবি তোলেন কোহলি। পরে শাস সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত গত আইপিএলের মাঝে, ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। সম্প্রতি যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। সেখানে হালকা মেজাজে, মজার ছলে তিনি বলেন, “দু’দিন আগেই দাড়িতে রং করেছি। যখন চারদিন অন্তর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝে নিতে হয়—সময় এসে গিয়েছে।” তবে কোহলির ফিটনেস নিয়ে কখনওই কোনও প্রশ্ন ওঠেনি। তা সত্ত্বেও, আইপিএল শেষ হওয়ার মাত্র দু’মাসের মধ্যে তাঁর চেহারায় যে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে, তা দেখে ভক্তরা বেশ অবাক।
প্রসঙ্গত, চলতি মাসেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের কথা ছিল। শোনা যাচ্ছিল, সেই সিরিজ দিয়েই জাতীয় দলের জার্সিতে ফের মাঠে নামতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে শেষমেশ সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, দুই দেশের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা এবং ক্রিকেটারদের শারীরিক ও মানসিক চাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ সফর না হওয়ায় কোহলি ও রোহিতের জাতীয় দলে প্রত্যাবর্তন এখন অক্টোবরের আগে সম্ভব নয়। তখন ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে, যেখানে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।