Voter List Tempering Allegation Officer Suspended : ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! বারুইপুর পূর্ব ও ময়নায় ৫ জনকে সাসপেন্ড কমিশনের, এফআইআর

42

ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : নির্বাচনী কাজে গাফিলতি বা অসততা কোনওভাবেই মেনে নেওয়া হবে না—এই সতর্কবার্তা আগেই দিয়েছিল নির্বাচন কমিশন (ECI)। এবার সেই বার্তার বাস্তব রূপ দেখা গেল বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ওই দুই কেন্দ্রের ইআরও (Electoral Registration Officer) ও সহকারী ইআরও-সহ মোট চারজনকে বরখাস্ত করল কমিশন (Voter List Tempering Allegation Officer Suspended)।

সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের সময় একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে। দায়িত্বে থাকার সময় তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃতি ও কারচুপিতে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাই নির্বাচন কমিশনের নির্দেশে তাঁদের সাময়িক বরখাস্ত করে এফআইআর দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক স্পষ্ট বার্তা দিয়েছেন, “ভোটার তালিকা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূলভিত্তি। সেখানে সামান্যতম কারচুপিও বরদাস্ত করা হবে না। বারুইপুর পূর্ব এবং ময়নায় যা ঘটেছে, তা অত্যন্ত গুরুতর। আমরা চাই না, এ ধরনের কর্মীরা ব্যবস্থার অংশ থাকুন।”

সূত্রের খবর, বারুইপুর পূর্ব ও ময়না কেন্দ্রের ভোটার তালিকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নাম যুক্ত করা ও কিছু নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের তদন্ত শুরু হতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই ভিত্তিতেই বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইআরও ও সহকারী ইআরওদের। এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও ফৌজদারি মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।