WB NEET UG: দীর্ঘ জটিলতার পর,সুপ্রিম শুনানির পর রাজ্যে শুরু হল এমবিবিএস ও ডেন্টালে ভর্তি-প্রক্রিয়া

59

ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ অবশেষে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে আদেশ মতো রাজ্যে চালু হল এমবিবিএস ও ডেন্টালের ভর্তি-প্রক্রিয়া। আজ থেকে দুপুর ১২ টা থেকে শুরু হয়ে গেল এই ভর্তি-প্রক্রিয়ার কাজ। দীর্ঘ টাল বাহানার পর সুপ্রিম নির্দেশে Neet UG উত্তীর্ণরা এই ভর্তি প্রক্রিয়ায় আজ থেকে অংশগ্রহণ করতে পারবে। তারা রাজ্যের সব সরকারি বেসরকারি কলেজগুলিতে অংশগ্রহণ করতে পারবে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সেলিং কমিটি (WBMCC) NEET UG-র কাউন্সেলিং ২০২৫-এর প্রথম রাউন্ডের জন্য একটি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফলাফল ২৩ অগাস্ট সকাল ১১টার পরে ঘোষণা হবে(WB NEET UG)। এর আগে, WBMCC NEET UG ২০২৫ রাউন্ড ১ এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছিল। স্বাস্থ‍্য দফতর সূত্রে খবর,আইনি জটিলতার কারণে এই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো অবধি তা বলব‍ৎ থাকবে বলে জানিয়েছিল স্বাস্থ্য দফতর।

৮৫ শতাংশ রাজ্য কোটা আসনের জন্য সংশোধিত অস্থায়ী রাজ্য মেধা তালিকা প্রকাশের পরপরই এই স্থগিতাদেশ জারি করা হয়েছিল। যার মধ্যে ১১,১৭৮ জন প্রার্থী ছিলেন। তবে, বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের কোনও কারণ উল্লেখ করা হয়নি।

রিপোর্টিংয়ের জন্য সংশোধিত সময়সূচি——
সংশোধিত সময়সূচি অনুসারে, নির্বাচিত প্রার্থীদের জন্য রিপোর্টিং এবং ভর্তি ২৩, ২৫ এবং ২৬ অগাস্ট হবে। ২৩ অগাস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৫ ও ২৬ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রার্থীরা তাঁদের নির্ধারিত কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কমিটি আরও স্পষ্ট করেছে যে প্রথম রাউন্ডের সময়সূচি পুনঃনির্ধারণ করা হলেও দ্বিতীয় রাউন্ডের পর থেকে কাউন্সেলিং পূর্ব ঘোষিত তারিখ অনুসারে হতে থাকবে। প্রার্থীদের আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ কোনও ব্যক্তিগত মেসেজ পাঠানো হবে না। আরও তথ্যের জন্য, প্রার্থীরা wbmcc.nic.in-এ অফিসিয়াল WBMCC ওয়েবসাইটটি দেখতে পারেন।

অফিশিয়াল নোটিশ দেখতে——-
প্রশাসনিক বিলম্ব এবং অফিসিয়াল পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে মূল কাউন্সেলিং প্রক্রিয়াটি একাধিক ব্যাঘাতের সম্মুখীন হয়েছিল। এই বিলম্বের ফলে রাজ্য কোটার অধীনে এমবিবিএস এবং বিডিএস প্রোগ্রামে ভর্তির অপেক্ষায় থাকা হাজার হাজার মেডিক্যাল প্রার্থীর উপর প্রভাব পড়ে।

ফলাফল জানতে——-
অংশগ্রহণকারী প্রার্থীরা সিট অ্যালটমেন্ট ফলাফল কীভাবে ডাউনলোড করতে পারবেন তা এখানে দেওয়া হল
wbmcc.nic.in ওয়েবসাইটে যান
UG Medical/Dental Counselling সিলেক্ট করুন
Seat Allotment Result এ ফলাফলে ক্লিক করুন
লেটার ডাউনলোড করুন

এই বিষয়টিতে আগেই তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্য মেডিকেল ছাত্র সংগঠনগুলি । ছাত্র সংগঠনগুলির দাবী ছিল আইনি জটিলতার অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর, তা একেবারে কাম্য নয়। ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূ্র্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার অর্থ ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় সঙ্কুচিত করার মতো অভিযোগ ওঠে। ওই সংগঠন গুলি আরও অভিযোগ করে পরবর্তী কালে যার প্রভাব কেবল ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষার উপর নয়, এমনকি সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানের উপরও পড়বে। ফলে প্রতিহত হতে পারে চিকিৎসা পরিষেবা। তাঁদের দাবি,আইনি জটিলতা কাটিয়ে সকল ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। চালু করতে হবে ক্লাসও। এর অন্যথা হলে ভবিষ্যতে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দলোন করার হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র সংগঠনগুলি ।