Weather Forecast Kolkata : আবহাওয়া দফতরকে ফের ভুল প্রমাণ করে ভাসল কলকাতা!

10

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : কয়েক বছর আগেও মজার ছলে বলা হতো—যদি হাওয়া অফিস বলে আজ বৃষ্টি হবে না, তাহলে নিশ্চিন্তে ছাতা নিয়ে বেরোতে হবে! আর যদি বলে বৃষ্টি হবে, তবে রোদে পুড়তে হবে নিশ্চয়ই। অর্থাৎ, আবহাওয়া দফতরের পূর্বাভাসের ওপর সাধারণ মানুষের ভরসা ছিল না বললেই চলে। তবে সময় বদলেছে। স্যাটেলাইট প্রযুক্তির অগ্রগতির ফলে গত কয়েক বছরে পূর্বাভাস অনেকটাই নির্ভরযোগ্য হয়ে উঠেছে। রোদ-বৃষ্টি প্রায় সময়ই কাঁটায় কাঁটায় মিলে যায়। কিন্তু শুক্রবার যা ঘটল, তা দেখে অনেকেই যেন ফিরে গেলেন পুরনো দিনে। কারণ, আবহাওয়া দফতর জানিয়েছিল বর্ষার বিদায়ঘণ্টা বেজে গেছে। অথচ বাস্তবে শহরজুড়ে আচমকা বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে পড়তে হল নাগরিকদের (Weather Forecast Kolkata)।

ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে বর্ষা—এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার সকালে। জানানো হয়েছিল, বৃষ্টির অনুপস্থিতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি, আর উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরমে ঘেমেনেয়ে একসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু দুপুর গড়াতেই সেই পূর্বাভাস মিথ্যে প্রমাণিত হল। সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই কলকাতার আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। দিনের বেলায় যেন রাত নেমে এল শহরে ও দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায়। শুরু হল প্রবল বৃষ্টি, যা ভিজিয়ে দিল রাজ্যের একাধিক অঞ্চল। অতিরিক্ত বৃষ্টির কারণে শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায় এবং যানজটের সমস্যাও দেখা দেয়।

অথচ একই দিন সকালেই হাওয়া অফিস জানিয়েছিল, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও, কোনও সক্রিয় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় বৃষ্টির তীব্রতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছিল—হালকা বৃষ্টি হলেও তা খুব অল্প পরিমাণেই হবে। বাস্তবের চিত্র অবশ্য সম্পূর্ণ ভিন্নই হল। এই ভুল পূর্বাভাসের পর এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে। কারণ, একদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে—আগামী ক’দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হলেও তা হবে অল্প পরিমাণে। অন্যদিকে, গুগলের ওয়েদার রিপোর্ট বলছে ঠিক উল্টোটা—সারা সপ্তাহ জুড়েই কলকাতায় চলবে বৃষ্টি। ফলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে—আসলে ঠিক কী হবে কলকাতার আবহাওয়ার হাল? পূর্বাভাসের এমন অসামঞ্জস্যে অনেকেই ফিরে যাচ্ছেন সেই পুরনো সংশয়ে—আবহাওয়া অফিস না বললে বরং নিশ্চিন্ত!

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পরবর্তী পূর্বাভাসে নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে তার আগেই, শুক্রবার থেকেই রাজ্যের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও শনিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহর ও আশপাশের জেলায়।

শুক্রবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে। শনিবার এই বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গেও শনিবার থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবারও উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে।

তবে সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও অপেক্ষাকৃত স্থিতিশীল।