Weather Update: বঙ্গে নতুন করে ঘূর্ণাবর্ত,হাল্কা-মাঝারি বৃষ্টিপাত বঙ্গ জুড়ে

79

ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে বৃষ্টি থামছে না এখনই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রিক ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত। আজ থেকে নতুন করে শুরু ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাব পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাবে। অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠের উপরে ০.৯ কিমি থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও, সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিস্তৃত হয়েছে বিকানের, কোটার উপর দিয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ডালটনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে। এই ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী মৌসুমি বায়ুপ্রবাহের প্রভাবে, পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। রাজ্যের কিছু জেলার এক-দুটি স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে(Weather Update)।

কলকাতা——-

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন শহরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। ঝড়বৃষ্টির জন্য বুধবার পর্যন্ত কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

দক্ষিণবঙ্গ——–

আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বৃষ্টির এমন পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। কোনও কোনও জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট।‌ তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। যদিও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

উত্তরবঙ্গ———-

দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও। উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে ঝড়বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে।