ডিজিটাল ডেস্ক ১লা অগাস্টঃ আজ কলকাতা সহ শহরতলিগুলিতে রোদের দেখা মিললেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। তবে আজকের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতির সম্ভাবনা। সামান্য কমবে বৃষ্টি হাওয়া অফিস সুত্রের খবর। তবে হাওয়া অফিসসূত্রে এও খবর যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলার জের বঙ্গজুড়ে । আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিন রাজ্য়ের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির পূর্বাভাস (Weather Update)৷
ফের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ওই ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক ও রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয়। তার প্রভাবে আগামিকাল ২ অগস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
দক্ষিণবঙ্গ———
আজ শুক্রবার, ১ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস (৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত) পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। আগামিকাল ২ অগস্ট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। পরশু রবিবার, ৩ অগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে। ৩ থেকে ৬ অগস্ট দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বা অতিভারি বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গ———
আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। ১ অগস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল ২ অগস্ট, শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলায় কোনও কোনও সময় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার উত্তরের বৃষ্টি কিছুটা ধরবে। তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।