Weather Update:দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি গোটা বঙ্গে,দুর্যোগের মেঘ উত্তরে

51

ডিজিটাল ডেস্ক ৩রা অগাস্টঃ আগামী ৭ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যেমন বইবে, তেমন বজ্রবিদ্যুৎতের সম্ভাবনাও রয়েছে বঙ্গজুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস(Weather Update) । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৬ শতাংশ।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। যদিও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া সুত্রের খবর পূর্ব বিহার, হিমালয় পর্বত সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, মৌসুমি অক্ষরেখা উত্তর-পশ্চিমে ফিরোজ়পুর, অম্বালা থেকে পূর্বে বিহারের পূর্ণিয়া হয়ে পশ্চিমবঙ্গের বহরমপুরের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গ ——–
সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ, রবিবার এবং কাল সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে আকাশ মেঘে ঢাকা থাকবে বেশিরভাগ সময়। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাবে বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস। ওই দিন থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আকাশ পরিষ্কার থাকলেও ভ্যাপসা গরম ও উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে ফের এক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই।

উত্তরবঙ্গের ——–
উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গের ছয় জেলায় সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সতর্কতা জারি না থাকলেও চলবে ঝড়বৃষ্টি। আগামী সোমবার পাহাড় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বৃদ্ধি বিষয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।