ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ ঘূর্নাবর্ত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করার সাথে সাথে এই ঘূর্নাবর্ত মৌসুমী অক্ষরেখায় সক্রিয়ভাবে রয়েছে। যা দক্ষিণবঙ্গের(southbengal) বাঁকুড়া ও ক্যানিং এর ওপর দিয়ে বিস্তৃত। তাই মনসুন ফ্লো-র প্রভাবে আজও অতি বৃষ্টি উত্তরবঙ্গে(northbengal)। দক্ষিণে বিভিন্ন জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। কলকাতায়(kolkata) প্রধানত মেঘলা আকাশ। বুধবার পর্যন্ত দিনের যেকোনো সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টির আগে ও পরে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতায়(kolkata)। শুক্রবার এবং শনিবার আশানুরূপ বৃষ্টি পেতে পারে কলকাতা(kolkata)। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শহরে(kolkata)। উত্তরে(northbengal) ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে আবারও । তিস্তা ,তোর্সা , জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা(Weather Update)।
দক্ষিণবঙ্গ ——–
দক্ষিণবঙ্গে পরশু বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। । ১৫ থেকে সর্বাধিক ৪৫ মিনিটের বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে।
বুধবার লক্ষ্যনীয় ভাবে বৃষ্টির পরিমান কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার।
উত্তরবঙ্গ
গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির ভুক্তভোগী উত্তরবঙ্গ। আজও প্রবল বৃষ্টির সতর্কতা। আজ অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। উত্তরে প্রবল বৃষ্টি আজ সোমবার রাত পর্যন্ত। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে তার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলায়। তবে বৃষ্টির পরিমান এবং ব্যাপকতা কিছুটা কমে আসার পূর্বাভাস।