ডিজিটাল ডেক্স ৬ই অগাস্টঃ বর্ষার শেষভাগেও দুর্যোগ থেকে রেহাই নেই। প্রবল বৃষ্টিতে আবারও টালমাটাল হবে বাংলা। চলতি সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। চলতি সপ্তাহ আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। আবার জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা(Weather Update)।
কলকাতা ———-
আজ,বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গ———
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদিয়ায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে আগামীকাল। শুক্রবার শুধুমাত্র পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ——–
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ পাঁচ জেলাতেই বুধবারে জারি রয়েছে হলুদ সর্তকতা। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে । দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। কোচবিহার ও মালদহে দুই জেলায় হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মোটের উপর উত্তরবঙ্গ জুড়ে কড়া মৌসম ভবনের আতশকাঁচের নিচে ।