ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনও কলকাতা(kolkata)-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় দমকা হাওয়া বইতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থানের জন্য বর্ষার প্রভাব দেখা যাবে এখনও বঙ্গে । জলপাইগুড়ির উপর দিয়ে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা(Weather Update) । পাশাপাশি মধ্য বাংলাদেশে রয়েছে আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আগামী কয়েক দিন ওয়াইড স্প্রেইড রেইন দেখা যাবে বাংলায়।
কলকাতার আবহাওয়া ——
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৯ শতাংশ। আজ থেকে ১২ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গ———
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। আজ হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মোহনপুর ৭০ মিলিমিটার। ডায়মন্ড হারবার আমতা সিউড়ি ৬০ মিলিমিটার। মেদিনীপুর ও ক্যানিং ৫০ মিলিমিটার। রাজনগর তিলপাড়া ব্যারেজ সিউড়ি কল্যাণী ৪০ মিলিমিটার।
উত্তরবঙ্গ——-
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে। অন্য দিকে, আজ থেকে ১২অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গয়েরকাটা ১২০ মিলিমিটার। বক্সা দুয়ার দলগাঁও ৮০ মিলিমিটার। মেখলিগঞ্জ আনন্দপুর ৭০ মিলিমিটার। কুমারগ্রাম পাটকা পাড়া গোপালপুর ৬০ মিলিমিটার। ময়নাগুড়ি ওদলাবাড়ি ভাত খাওয়া সরস্বতীপুর ৫০ মিলিমিটার। গাজোলডোবা জুড়ান্তি হাসিমারা ৪০ মিলিমিটার।