Weather Update : দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, অতি ভারী বর্ষণের লাল সতর্কতা উত্তরেও, কবে কাটবে এই সংকট?

55

ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে দক্ষিণবঙ্গে, মাঝের কিছুদিনের দুর্যোগের পরে আপাতত ঝড়বৃষ্টির তেমন প্রভাব নেই, আর তাতেই গরম ও অস্বস্তি বাড়ছে। যদিও এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া, বুধবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ওই দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতের (২০ সেন্টিমিটারের বেশি) আশঙ্কা থাকায় ওই দুই জেলার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।

এই পরিস্থিতির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। সিকিমেও ধসের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি থাকবে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। ওই দিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

অন্যদিকে, মঙ্গলবার কলকাতায় বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।