ডিজিটাল ডেস্ক ১৬ই অগাস্টঃ ফের ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ–মেঘের খেলা চলবে দিনভর। দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটা ঘটনা, জন্মাষ্টমীতে প্রতি বছরই বৃষ্টি হয়। এবারও এর অন্যথা পবে না। আজ, শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় এক–দু’জায়গায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Weather Update)।
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কা রয়েছে।
এটা ঘটনা, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব এখনও পড়েনি। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে।
হাওয়া অফিস অবশ্য জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চেয়ে কম। শুক্রবার স্বাধীনতা দিবসের দিনও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার জন্মাষ্টমীর দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।