ডিজিটাল ডেস্ক ১৮ই অগাস্টঃ ফের বঙ্গের আকাশে তৈরি হয়েছে নিম্নচাপ। সকাল থেকেই আকাশে রোদ ঝলমলে পরিবেশ থাকলেও জমাটি মেঘের পরিমাণও বিদ্যমান। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করেছে। মঙ্গলবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও হাল্কা তো কোথাও ভারী বর্ষণ চলছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই সময়ে বৃষ্টির প্রাবল্য কিছুটা বাড়ার সম্ভাবনা খুব বেশি(Weather Update)। হাওয়া অফিস সূত্রের খবর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি গতিতে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলার বেশিরভাগেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে বলে জানানো হয়েছে।
২২ ও ২৩ অগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। এই দু’দিনের মধ্যে ২২ তারিখে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং ২৩ অগস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র থেকে জলীয় বাষ্প ও ঘন মেঘের সারি দক্ষিণবঙ্গের উপর দিয়েও দেশের মূল ভূখণ্ডে ঢুকতে থাকবে। তার প্রভাবেই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতানুযায়ী এর ফলে বঙ্গোপসাগরের উত্তরে, বাংলার উপকূলের কাছেই ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন তারা।