Weather Update: জ্বলীয় বাষ্প ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বঙ্গে ভারীবৃষ্টির সম্ভবনা

72

ডিজিটাল ডেস্ক ২০শে জুলাইঃ নিম্নচাপের প্রভাব নতুন করে শুরু হয়েছে গতকাল থেকেই। যার যেরে আজও আকাশের মুখ ভার। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে অস্বস্তি থাকছে সারাদিনই। যদিও এর পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। মৌসুমী অক্ষরেখাও সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে। এর ফলে দেখা যাচ্ছে রাজ্যে বৃষ্টি বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার ২২ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। আজ খানিকটা বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভবনা রয়েছে। পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বর্তমানে গোপালপুরের কাছে দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। তবে এরাজ্যে সরাসরি কোন প্রভাব থাকবে না
বলেই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর(Weather Update)।

কলকাতা——-
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী,নিম্নচাপের জেরে ২০ অগাস্ট থেকে ২৬ অগাস্ট কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকে
শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সারাদিন আর্দ্রতার পরিমাণ ৮২ । দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়ে দাড়াবে ৩১ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গ——–
আজ, বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। এদিন ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই।

উত্তরবঙ্গ———
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে। উত্তরের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। শনিবারও ভারী বৃষ্টির সম্ভবনা হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। শনিবারের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আগামী শুক্র এবং শনিবার পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা।