ডিজিটাল ডেস্ক ২১ অগাস্টঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে উত্তরবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে। দিনভর মেঘলা আকাশ থাকতে চলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর সারাদিনই আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা কলকাতা ও তার সংলগ্ন এলাকা জুড়ে। সিকিমেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের(Weather Update)।
আজ,২১ অগাস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়াগায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে) সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
২২ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু’এক জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। আগামিকাল, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
২৩ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে।
২৪ তারিখ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।