Weather Update: নিম্নচাপ ও কোটালের ফলায়,কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির’অ্যালার্ট’

71

ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ একে অমাবস্যা,তার ওপর নিম্নচাপে ব্যাপক উত্তাল সাগর। ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালে সমুদ্র ও নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ কলকাতা, হুগলি সহ ১০ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবল দুর্যোগপূর্ণ দিন হতে চলেছে আজকের দিনটি। জানুন কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নতুন করে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে বিস্তার লাভ করেছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা(Weather Update)।

দক্ষিণবঙ্গ—–
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম দক্ষিণ 24 পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসগারের উপর নিম্নচাপটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। তবে কলকাতা, হুগলি,দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গ——
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারে উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে আজ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু-এক জেলায়। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের আগামীকাল শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা।