Weather Update: কলকাতায় রেকর্ড বৃষ্টি,আজও ভিজবে বঙ্গ চলবে ২৫শে অগাস্ট পর্যন্ত

61

ডিজিটাল ডেস্ক ২৪শে অগাস্টঃ পূর্বাভাস ছিল আগেই । সেই মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে । রবিতে দিনভর বৃষ্টির পূর্বাভাস র‍য়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর। বৃষ্টি হবে বলে জানা গেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। ২৫শে অগাস্ট কিছুটা কমবে বৃষ্টি। তবে বৃষ্টি বন্ধের সম্ভবনা নেই। উপকূলে ২৫ অগাস্টও ভারী বৃষ্টি। ২৬ থেকে ২৮ অগাস্ট সার্বিকভাবে বৃষ্টি অনেকটাই কমবে দক্ষিণে(Weather Update)।

কলকাতার আবহাওয়া——–

একদিকে রয়েছে নিম্নচাপের খাঁড়া, অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সোমবার থেকে কমবে বৃষ্টি। যদিও বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হাল্কা বৃষ্টি হতে পারে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া——-

রবিবার দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। সমুদ্র উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া——–

রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরেও।

বৃষ্টিপাতের পরিমাণ——–

চলতি বছরে অতীতের বৃষ্টির সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে কলকাতা। এ বছর ১ জুন থেকে ২২ অগস্ট পর্যন্ত কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ১ হাজার ১৩৫ মিলিমিটার।