Weather Update : সাগরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ! এবারে কোথায় দুর্যোগের আশঙ্কা?

70

ডিজিটাল ডেস্ক, ২৪ অগাস্ট : ঝাড়খণ্ড ও আশেপাশের অঞ্চলের উপরে তৈরি হওয়া নিম্নচাপ এখন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে এবং তার শক্তিও অনেকটাই কমেছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সাগর উপকূলে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে (Weather Update)। তার প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনই ঝড়বৃষ্টি থামার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বজায় থাকবে বৃষ্টির পূর্বাভাস।’

রবিবার প্রকাশিত বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে বিস্তৃত। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আবহাওয়ার দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী দিনে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বজায় থাকবে হলুদ সতর্কতা। বঙ্গোপসাগর থাকবে উত্তাল। সতর্কতা হিসেবে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্র অঞ্চলে মৎস্যজীবীদের যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। একইসঙ্গে ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ফের সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আটটি জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এছাড়া শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণে এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, বাকি জেলাগুলিতে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সতর্কতা জারি না হলেও, আবহাওয়া পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।