ডিজিটাল ডেস্ক ২৫ অগাস্টঃ নিম্নচাপের হাত থেকে রেহাই নেই বাংলার। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা থেকে একটি নিম্নচাপ সরতে না সরতেই আরও একটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। যেহেতু সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে পুরুলিয়ার দিকে গেছে । এর ফলে রবিবার পর্যন্ত বৃষ্টি হলেও আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণের জেলাগুলোয়। তবে আগামী ২৪ ঘন্টায় আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হলে আগামী ২৯ অগাস্ট থেকে ফের বৃষ্টি হতে পারে রাজ্যে(Weather Update)।
কলকাতা——
আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা কলকাতার উপরে থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলোতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে।
দক্ষিণবঙ্গ——
এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি বেশি থাকবে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। পরবর্তী নিম্নচাপের আশঙ্কায় আগামী ২৬ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ——–
সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে। এরপর ৩ দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। ফের ২৯ ও ৩০ অগাস্ট বৃষ্টি বাড়বে পার্বত্য জেলাগুলিতে।
উপর্যুপরি এই নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে রোদের দেখা মেলা এখন কার্যত ভাগ্যের উপরই ছেড়ে দিচ্ছে বঙ্গবাসী। অগাস্টের শেষেই সেই জমা জল, কাদা আর স্যাঁতস্যাঁতে আবহাওয়াই চলবে এরাজ্যে। তবে এখানেই শেষ নয়। অগাস্টের শেষ সপ্তাহেও বৃষ্টির হাত থেকে মিলবে না মুক্তি। সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে ২৯ ও ৩০ অগাস্ট ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।