Weather Update: বৃষ্টিতে ভাঁটা পড়লেও ফের বঙ্গজুড়ে হলুদ সতর্কতা জারি সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝড়

56

ডিজিটাল ডেস্ক ২৮শে অগাস্টঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এর প্রভাব সরাসরি পড়বে না তবে ওড়িশায় প্রভাব থাকবে। দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা রয়েছে এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। এখনও পর্যন্ত আকাশ পরিস্কার থাকলেও হাওয়া অফিস সূত্রের খবর আজ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়াবিদদের তথ্যানুযায়ী ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে বলে সতর্কতা রয়েছে । আগেই হাওয়া অফিস বলেছিল বৃষ্টির পরিমান সামান্য কমলেও নিম্নচাপ সহ ঘূর্ণাবর্তের প্রভাব থেকেই গেছে। যরা ফলে মাঝে মাঝে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দেখা যাচ্ছিল। তবে বাতাসে আর্দ্রতার পরিমান বেশি থাকার ফলে অদ্ভুত অস্বস্তি থেকেই গেছে যার ফলে ঘর্মাক্ত পরিবেশ এখনও বহমান(Weather Update)।

কলকাতা——
আজ বৃহস্পতিবার,এরপর শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ,সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় আজ অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর।পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও রয়েছে।

দক্ষিণবঙ্গ——-
আজ, আগামী কাল এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার বেশ কয়েক জায়গায় আজ  বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ——–
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ির কয়েক জায়গায় আজ ভারী বৃষ্টি হবে। আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এখানেও হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।