ডিজিটাল ডেস্ক, ১৫ অগাস্ট : উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে (Weather Update Depression Alert)। তবে এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা কম।
আজ ও আগামীকাল, অর্থাৎ শুক্রবার ও শনিবার, কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে।
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও বাঁকুড়ার কিছু অংশে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে। তবে রবিবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে—কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমতে পারে। আজ, অর্থাৎ শুক্রবার, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৮৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.৪ মিমি বৃষ্টি হয়েছে। শনিবার বৃষ্টি কমে গেলে অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, বিহার, গুজরাত, কর্নাটক, কেরল এবং কঙ্কন-গোয়া অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।