Weather Update Kolkata : শুক্রবার থেকে বঙ্গে আবহাওয়া বদল?

117

ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একসঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে সৃষ্টি হয়েছে ত্রিমুখী আবহাওয়াগত চাপ। এর জেরে দক্ষিণবঙ্গে চলেছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তবে স্বস্তির খবর, শুক্রবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও জারি রয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update Kolkata)।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। মৌসুমী অক্ষরেখাটি রাজস্থানের বিকানের থেকে শুরু হয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে স্বস্তির খবর, শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ আরও বেশি বৃষ্টিতে ভাসতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জন্য সোমবার পর্যন্ত জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই শুরু হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার থেকে কলকাতায় তাপমাত্রা বাড়বে। সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ থেকে ১০০ শতাংশের মধ্যে। শহরে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে ৪০.৬ মিলিমিটার।