Weather Update South Bengal : আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে? উত্তরেও টানা চলবে দুর্যোগ! কী বলছে আজকের পূর্বাভাস?

132

ডিজিটাল ডেস্ক, ৩০ জুলাই : বুধবারের আবহাওয়া বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ এবং ওড়িশা উপকূলের মধ্যে অবস্থান করছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করছে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, সিকর, রাঁচী ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে (Weather Update South Bengal)।

এই আবহাওয়াগত পরিস্থিতির ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু জেলার জন্য আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বর্ষা এখন অত্যন্ত সক্রিয়। সেই কারণে ৫ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে।

কলকাতার জন্য আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কোনও বিশেষ সতর্কতা জারি করেনি। তবে শহরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে অনুমান।

আবহাওয়ার পূর্বাভাস (বৃহস্পতিবার থেকে মঙ্গলবার):

বৃহস্পতিবার:
বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার:
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকে মঙ্গলবার:
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কখনও টিপটিপ, আবার কখনও ভারী বৃষ্টিও হতে পারে। যদিও আবহাওয়া দফতর আলাদা করে কোনও সতর্কতা জারি করেনি।

উত্তরবঙ্গের পরিস্থিতি:

বৃহস্পতিবার: উত্তর দিনাজপুর, দার্জিলিং ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার: দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শনিবার: বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ও সোমবার: একই ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে।

মঙ্গলবার: উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে বর্ষা এখন বিশেষভাবে সক্রিয়, ফলে ওই অঞ্চলের মানুষকে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।