West Bengal SIR Update : রাজ্যে শুরু শীঘ্রই হচ্ছে SIR? জেলাগুলিকে ইআরও-এইআরও শূন্যপদে নিয়োগের বার্তা মুখ্যসচিবের
ডিজিটাল ডেস্ক, ২৭ অগাস্ট : বুধবার সকালে নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, বৈঠকের শেষে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— আগামী ২৯ অগস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে ইআরও (ERO) ও এইআরও (AERO) নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠাতে হবে (West Bengal SIR Update)।
নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা-সহ একাধিক আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই থমকে ছিল ইআরও ও এইআরও নিয়োগ প্রক্রিয়া। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৬১২টি পদ ফাঁকা রয়েছে। অথচ ভোটের নিরিখে এই পদগুলির গুরুত্ব অপরিসীম। এক জন ইআরও-র অধীনে সাধারণত ৭ থেকে ১০ জন এইআরও নিযুক্ত থাকেন, সেই হিসাবে প্রয়োজন অন্তত তিন হাজারেরও বেশি AERO।
এই ঘাটতি পূরণে বিকল্প ভাবনাও চালাচ্ছে প্রশাসন। সূত্রের খবর, ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ অন্য আধিকারিকদের সাময়িকভাবে AERO-র দায়িত্ব দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তবে এ জন্য নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে নবান্ন।
এদিকে, বুথের সংখ্যা বেড়ে যাওয়ায় BLO-র সংখ্যাও বাড়াতে হচ্ছে। ইতিমধ্যেই নতুন BLO-দের নাম নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, যার অনুমোদনও মিলেছে।
প্রশাসনিক মহলের মতে, লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা ভোটে ইআরও ও এইআরও-দের ভূমিকা অনেক বেশি সরাসরি ও কার্যকরী। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ করা যাবে কি না, তা এখন বড় প্রশ্ন। নির্বাচনের ঠিক আগে SIR (Special Summary Revision) শুরু হলে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর ওপর বাড়তি চাপ পড়বে, সেটা নিশ্চিত বলেই মনে করছেন কর্তারা।