পাকিস্তান বিস্ফোরণে মৃত্যু মিছিল

1 12

নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। বিস্ফোরণে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু।

বালোচিস্তানের মাসতুং জেলার একটি মসজিদে হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বহু মানুষ একত্রিত হন। সেই সময়ই গোটা এলাকা কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণের জেরে। ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৩০-এরও বেশি। নিহতদের মধ্যে রয়েছেন এক ডিএসপি-সহ বালুচিস্তান পুলিশের কয়েক জন কর্মী। প্রাথমিক ভাবে একে মানববোমার হামলা বলে মনে করা হচ্ছে।

বেলুচিস্তানের মাস্তুংয়ের আল ফালাহ রোডে অবস্থিত মদিনা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। ইদ মিলাদ-উন-নবি উপলক্ষে মিছিলে অংশ নিতে শ’য়ে শ’য়ে মানুষ জড়ো হন। ঠিক সেই সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

মাস্তুংয়ের এসএসপি শোয়েব মাসুদ জানিয়েছেন পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখনও কোন সংগঠন এই হামলার দায় নেয়নি।

1 Comment
  1. Hello there, just became alert to your blog through Google, and found that it’s really informative. I’m gonna watch out for brussels. I’ll be grateful if you continue this in future. A lot of people will be benefited from your writing. Cheers!

Leave A Reply

Your email address will not be published.