নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : কোভিডের থেকেও মারাত্মক রোগ ফের হানা দিতে পারে মানব শরীরে। করোনার তুলনায় প্রায় আরও বেশি প্রাণঘাতী হতে চলেছে এই অসুখ। এ বার এমনই সতর্কতা জারি করা হল ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে। কোভিডের চেয়ে আরও বেশি মারাত্মক ভাইরাসকে ডিজিজ এক্স বলে সম্মোধন করেছে বিশ্ব স্বাস্থ্য দফতর (WHO)। WHO-এর রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় সারা বিশ্বে প্রায় ৭০ লক্ষ মানুষ কোভিডে প্রাণ হারিয়েছেন।
করোনার জেরে যেভাবে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ায়, X-এর থাবায় তার চতুর্গুণ মৃত্যু এবং ভয়াবহতা মানুষ দেখতে পারে বলেও সতর্ক করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। ২০২০ সালে ছড়ায় কোভিড ১৯। যা গোটা বিশ্ব জুড়ে ২.৫ মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয়। এবার তার থেকেও বেশি ভয়ানক কোনও ভাইরাস ফের হানা দিতে চলেছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই ডিজিজ এক্স হল আন্তর্জাতিক এপিডেমিক যা অজানা প্য়াথোজেন থেকে ছড়িয়ে পড়তে পারে এবং কোটি কোটি মানুষকে সংক্রামিত করতে পারে। তবে এই রোগটির প্য়াথোজেন কী ভাবে মানুষের ক্ষতি করতে পারে তা এখনও আবিষ্কার হয়নি। অর্থাৎ এই প্যাথোজেন যেমন ভাইরাস হতে পারে, তেমনই আবার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও হতে পারে। এই রোগের চিকিৎসাও জানা যায়নি। অনেক বিজ্ঞানীর মতে এই ডিজিজ এক্স ইবোলা বা করোনার মতো সংক্রামক হতে পারে।
এই প্যাথোজেন সম্পর্কে আরও জানতে গবেষণার প্রয়োজন বলেও জানিয়েছেন তারা। যদি দ্রুত এই প্যাথোজেন সম্পর্কে না জানা যায়, তবে ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা প্রতিরোধ অসম্ভব হয়ে উঠবে বলেই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের এগজেকিউটিভ ডিরেক্টর ডঃ মাইকেল রায়ান।
Everyone loves what you guys are up too. This sort of clever work and exposure! Keep up the amazing works guys I’ve incorporated you guys to our blogroll.