Islampur Shootout : ইসলামপুরে মাদারীপুরে শুটআউট

134

Islampur Shootout : উপনির্বাচনে জয়ের দিনেই খুন তৃণমূল নেতা। গুলিবিদ্ধ ২ তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে মাদারীপুর এলাকায় উত্তেজনা। শনিবার রাত ৯টা নাগাদ ইসলামপুরে মাদারীপুর এলাকায় শুটআউটের ঘটনা সংঘটিত হয়। 

একটি হোটেলে ছিলেন বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা। আচমকা কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে অভিযোগ। বাপি রায় ও মোঃ সাজ্জাদের গুলি লাগে।।

আশঙ্কাজনক অবস্থায় দুই গুলিবিদ্ধকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাপি রায়কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। এই ঘটনায় ইসলামপুর থানার পুলিশ তদন্ত করেছে।