HAILAKANDI: গরু চুরির অভিযোগে গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

18

HAILAKANDI: হাইলাকান্দির লক্ষীনগরে লঙ্কাকাণ্ড! গরু চুরির অভিযোগে একটি গাড়িতে হামলা উন্মত্ত যুবকদলের। লক্ষীনগর পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা

হাইলাকান্দির লক্ষীনগরে লঙ্কাকাণ্ড! গরু চুরির অভিযোগে একটি গাড়িতে হামলা উন্মত্ত যুবকদলের। লক্ষীনগর পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা

খবর দেওয়া হয় লক্ষীনগর পুলিশ ফাঁড়িতেও। পুলিশ রাস্তায় ব্যারিকেড বসিয়ে দেয় । পুলিশ ফাঁড়ির কাছে এসে। গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তা থেকে গড়িয়ে পড়ে পাশের মাঠে।উত্তেজিত যুবকরা গাড়িতে ভাঙচুর চালা।।তারপর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে গাড়ির আগুন নেভায়।

উত্তেজিত যুবকদের হাত থেকে গাড়িচালক আনসার উদ্দিন মজুমদারকে রক্ষা করে থানার ভেতরে নিয়ে যায় পুলিশ। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় উত্তেজিত যুবকদের। তাঁরা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। এমনই অভিযোগ হাইলাকান্দির ডিএসপি সুরজিৎ চৌধুরীর

এদিকে, অভিযুক্ত গাড়িচালক আনসার উদ্দিন মজুমদার NKTVবাংলাকে জানায়, ‘সে গরু চোর নয় ।
তার গাড়িতে কোনও গরু ছিল না’

এই ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত উদ্ধার হয়নি চুরির গরু! তাহলে কি গোটা ঘটনাই কোনও পরিকল্পিত নাটক? নাকি লক্ষীনগর আসার আগেই গাড়ি থেকে গরু নামিয়ে দিয়েছিল আনসার?

উত্তর খুঁজছে হাইলাকান্দি পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

Comments are closed.