Special Saree for Operation Sindoor : ভারতের সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়ে তৈরি হল নজির, শাড়িতে স্থান পেল ২১ ভাষায় ‘মেরা ভারত মহান’
দেবিকা মজুমদারের কলমে
কলকাতা, ১৪ মে : পহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাত চালিয়েছে ভারত। ভারতীয় সেনার তিন বাহিনীর যৌথ লড়াইয়ে কার্যত নাস্তানাবুদ পাকিস্তান। অপারেশন সিঁদুরের জেরে ভারতের ক্ষমতা হারে-হারে টের পেয়েছে পাকিস্তান। এসব কিছু যখন গোটা দেশের সামনে তৈরি করছে এক নতুন উদাহরণ তখন অন্য ছবি শহর কলকাতায়। ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে এক অনন্য বার্তা দিলেন কলকাতার নিউ মার্কেট এলাকার শাড়ি ব্যবসায়ী (Special Saree for Operation Sindoor)।
ক্রিম রঙের ক্রেপ শাড়ি। আর তাতেই লেখা হয়েছে ‘মেরা ভারত মহান’। এক বা দুই বা তিন নয়, মোট ২১টি ভাষায় লেখা হয়েছে মেরা ভারত মহান। ডিজিটাল প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেই বার্তা। শাড়ির আঁচলে শোভা পাচ্ছে অশোক স্তম্ভ। শুধু তাই নয় গোটা শাড়িতে ওয়াটারমার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি এবং ঐতিহ্য। সদ্যই দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশে সন্ত্রাসীদের বিরুদ্দে এখন নিউ নর্মাল। আর সেই নিউ নর্মাল যুগেই এক অনবদ্য সৃষ্টি তুলে ধরেছেন এই ব্যবসায়ী।
জানা গিয়েছে, একটি নয় এমন শাড়ি তৈরি করা হয়েছে মোট ৫০টি শাড়ি তৈরি করেছেন তিনি। খরচ হয়েছে ৭০ তেকে প্রায় ৯০ হাজার টাকা। প্রথমে এই শাড়ি বিক্রি করার কথা ভাবলেও পরে এই শাড়ি দেশের সেনা বাহিনীর পরিবারের হাতে তাঁদের অর্ধাঙ্গিনীদের হাতে তুলে দিতে চান ওই ব্যবসায়ী বলে ইচ্ছে প্রকাশ করেছেন। যেহেতু এই শাড়ি বিক্রি করা হবে না, তাই খুব স্বাভাবিক ভাবেই বেশ খানিকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।
সব কিছু বোধহয় বিক্রির জন্য হয় না। তাই পেশায় তিন থেকে চার প্রজন্মের শাড়ি ব্যবসায়ী ইসরানীরা তৈরি করেছেন এই অভিনব শাড়ি। যার মাধ্যমে দেশের সীমায় দাঁড়িয়ে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছেন তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। অপারেশন সিঁদুরের লড়াইয়ে ঠিক এই ভাবেই সেনার পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন তাঁরা।
দেশের সীমান্তে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা রাত-দিন এক করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের জন্য এ যেন এক অনন্য সম্মান প্রদর্শন।
Comments are closed.