Todays Gold Price : আজ নজরে থাক হলুদ ধাতুর (সোনা) দামের পরিসংখ্যানে

21

ডিজিটাল ডেস্ক ৯ জুনঃ ভারতীর সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে সোনা । তাই তো প্রাচীনকালে ভারতকে ‘সোনার পাখি’বা ‘গোল্ডেন বার্ড’ নামেও ডাকা হতো। আর সেই ধারা কিন্তু আজও বর্তমান। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে হরেক রীতিনীতি পালনের সময়, এমনকী বিবাহের সময়ও সোনা কেনার প্রচলন রয়েছে। আর এটাই ভারতীয়দের অন্যান্য দেশের মানুষের থেকে আলাদা করে দেয়। কারণ এদেশের জনগণের কাছে এই হলদে ধাতু শুধুমাত্র বিনিয়োগের রাস্তা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসার বন্ধন। সেই জন্য ভারতের অগণিত জনগণের মধ্যে সোনার এত চাহিদা। ধনী থেকে দরিদ্র, সকলেই সোনা কিনতে চান ( Todays Gold Price)।

হলমার্ক সোনার গহনা
২২ ক্যারেট (১০ গ্রাম)

১ গ্রামের দাম ৮৯৫৪ টাকা

১০ গ্রামের দাম ৮৯,৫৪০ টাকা

খুচরো পাকা সোনা
২৪ ক্যারেট (১০ গ্রাম)

১ গ্রামের দাম ৯৭৬৮ টাকা

১০ গ্রামের দাম ৯৭,৬৮০ টাকা

সোনা কেনা অধিকাংশ ভারতীয় পরিবারের কাজে একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, তা সে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কেনা হোক বা বিনিয়োগের উদ্দেশ্যে। সোনা মানেই তা স্পেশাল। শুধু তাই নয়, যে সোনা কেনা হয়, তা ক্রেতার মূল্যবোধ, ঐতিহ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।