Todays Market Price : পকেটের খোঁজ রাখতে চোখ রাখুন আজকের বাজারদরে

16

ডিজিটাল ডেস্ক, ১৭জুন : আমাদের প্রাত্যহিক জীবনের সাথে লেপটে থাকা বাজারদর নিয়ে রোজই বাঙ্গালির কপালে ভাঁজ ফেলছে । প্রতিদিনের ক্রমবর্ধমান জিনিসপত্রের দামে নাজেহাল মানুষ। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের এবং বাজারের কি দাম চলছে তা নজরে রাখতেই হয়। আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯২.০২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা। আজ কলকাতায় বাজারদর কি বলছে আজকের বাজার (Todays Market Price)।

আলু -   ৩৩-৩৭ টাকা                       চাল -    ৬০ টাকা 

পটল – ৩৫-৪০ টাকা মুগডাল – ৯৫-১২০ টাকা
পেঁয়াজ – ৩০-৩৫ টাকা মুসুরডাল – ৯০-১১০ টাকা
ঢেঁড়স – ৩৫-৪৫ টাকা মাছ – ১৮০-২০০ টাকা
লেবু – ৫-১০ টাকা মাংস – ২০০-২২০ টাকা
সজনে – ৭০-৯০ টাকা কুমড়ো- ২০-২৫টাকা

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক এক ধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ কমানোর পর দুটো প্রশ্ন উঠছে আম জনতার মধ্যে। প্রথমত, গাড়ি-বাড়ির ঋণের বোঝা কি কমবে? আর দ্বিতীয়ত, আমানতের সুদের হারে কি ধস নামবে? কারণ, আরবিআই রেপো কমালে তার প্রভাব পড়ে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারে। একদিকে যেমন ঋণের সুদের হারে স্বস্তি মেলে, তেমনই ফিক্সড ডিপোজিটের সুদের উপর যাঁরা নির্ভর করে থাকেন, বাড়তে থাকে তাঁদের আতঙ্ক। আর প্রত্যেকেরই নজর থাকে ব্যাঙ্কগুলির ঘোষণার দিকে।

দেশে মূল্যবৃদ্ধির হার শিখরে থাকায় প্রায় পাঁচ বছর রেপো রেট ৬.৫ শতাংশে আটকে রেখেছিল আরবিআই। গত ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুদফায় ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়ে রেপো নামানো হয় ৬ শতাংশে। ফের তা ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫ শতাংশে আনা হয়েছে। স্টেট ব্যাঙ্ক দাবি করেছে, সাধারণ মানুষ যে ঋণ নেন, তার ৮০ শতাংশই ‘এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট’বা ইবিএলআর-এর উপর নির্ভরশীল। এর অর্থ, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি ঋণের উপর সুদের হার নির্ধারণে রেপো রেটের মতো বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।