HIMANTA ON EMERGENCY: ‘এমার্জেন্সির’ ৫০ বছরে কংগ্রেসকে তোপ অসমের মুখ্যমন্ত্রীর

102

HIMANTA ON EMERGENCY:দেশে জরুরি অবস্থা ঘোষণা করে সংবিধানকে কারারুদ্ধ করেছিল কংগ্রেস। জরুরি অবস্থা ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেসকে তোপ অসমের মুখ্যমন্ত্রীর।

১৯৭৫ সালের ২৫ জুন। সকাল ৮টায় বেতার যোগে জরুরি অবস্থা ঘোষণা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর।

বুধবার পূর্ণ হল ‘এমার্জেন্সির’ ৫০ বছর। এদিন সকাল থেকেই কংগ্রেসকে তোপ দাগলেন একের পর এক বিজেপি নেতা। অসমে কালো দিবস পালন করল বিজেপি। ‘জরুরি অবস্থাকে’ কালো অধ্যায় বলে কংগ্রেসকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর।

জরুরি অবস্থা ঘোষণা করে দেশের সংবিধানকে কারারুদ্ধ করেছিল কংগ্রেস। তাই দেশবাসীর কাছে নিশর্তে ক্ষমা চেয়ে নেওয়ার আহবান জানান মুখ্যমন্ত্রী।

অবশ্য মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে মুখ খুলেননি অসমের কোনও কংগ্রেস নেতা। এপিসিসি সভাপতি গৌরব গগৈ দিল্লিতে। তাই বুধবার রাজীবভবনে গরহাজির ছিলেন অধিকাংশ কংগ্রেস নেতা। আর যারা ছিলেন, তাঁরাও বিষয়টি এড়িয়ে গেলেন।