PM MODI ON BTR :’মন কি বাত’ এ বিটিআরের প্রশংসা

119

PM MODI ON BTR: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে এল বিটিআর প্রসঙ্গ। বিটিআরের ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে সন্তোষ ব্যাক্ত করেছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি।

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ এর ১২৩ তম এপিসোড
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে এল বিটিআর প্রসঙ্গ
বিটিআরের ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
মন কি বাত অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি

রবিবার দুটো আলাদা-আলাদা জায়গায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। বিটিআরে সাংগঠনিক কাজের ফাঁকে মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।

এদিকে, ধারাপুর দুর্গামন্দিরের মূল ভবন এবং ডিজিট্যাল লাইব্রেরির শিলান্যাসের পর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

সাংগঠনিক কাজে এই মুহূর্তে বিটিআরে রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। জুনের অন্তিম সপ্তাহের এই রবিবারে তাই তামুলপুরে মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, মন কি বাতের ১২৩ তম এপিসোড ছিল এটা। প্রতিমাসের অন্তিম রবিবার দূরভাষে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী।