শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৫

1 84

বাগডোগরায় জংলি বাবা মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল পাচ জন শিব ভক্তের। সোমবার সকালে শিলিগুড়ির জাতীয় সড়ক ধরে হেঁটে বেশ কয়েক জন পুণ্যার্থী বাগডোগরার জংলিবাবা মন্দিরে যাচ্ছিলেন। সে সময় পিছন দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই পাচ জন প্রাণ হারায় বলে জানা গেছে। ধাক্কা মারার পর গাড়িটি পাশের নয়ন জুলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বাগডোগরা হাসপাতালে পাঠায়। বাগডোগরার কাছে মুনি চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে আসতেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-র কাছে ব্যাপক উত্তেজনা। পথ অবরোধও করেন স্থানীয়রা।

জানা গিয়েছে, ওই গাড়িটি বিহারের সুজাপুরের বাবাধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে আসছিল। মুনি চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় গাড়িটি। সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ধাক্কা মেরে উল্টে পড়ে। ওই গাড়িতে থাকা পুণ্যার্থীরা আহত হয়েছেন। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। তবে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ আহত এবং মৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জল থেকে তোলা হয় গাড়িটিকে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। এখনও পর্যন্ত আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

1 Comment
  1. canada pharmaceuticals says

    I think the admin of this website is really working hard for his site, since here every information is quality based stuff.

Leave A Reply

Your email address will not be published.