ডিজিটাল ডেস্ক ২৭শে জুলাইঃ রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়, গত কয়েক মাস ধরে দলের অন্দরেই কোণঠাসা দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির কোনও পদে এই মুহূর্তে নেই বঙ্গ গেরুয়া শিবিরের প্রাক্তন ‘নির্ভরযোগ্য’ ক্যাপ্টেন । এই আবহেই একটি ঘনিষ্ঠ মুর্হূতের ভাইরাল ভিডিয়ো ঘিরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর সঙ্গে জড়িয়ে গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম। ষড়যন্ত্রের অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন এই নেতা। এ বার দিলীপ জানালেন, পুলিশ কোনও পদক্ষেপ না করলে প্রয়োজনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হবেন তিনি। দিলীপ দাবি করেছেন, গত দু’তিন মাস ধরেই তাঁর বিরুদ্ধে নানা চক্রান্ত করা হচ্ছিল। রাজনীতিতে এই ধরনের চক্রান্ত নতুন নয় বলেও দাবি তাঁর(Dilip Ghosh)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে চর্চায় উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিডিওতে যে পুরুষকে দেখা যাচ্ছে তাঁকে দিলীপ ঘোষ বলেই মনে করছেন অনেকে। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ বিজেপি নেতা। তাঁর স্পষ্ট কথা, ‘অশ্লীল ভিডিওর পুরুষ চরিত্রর সঙ্গে আমাকে মেলানো হচ্ছে।’
কে বা কারা করল এই চক্রান্ত? তা নিয়ে অবশ্য মুখ খোলেননি দিলীপ। শোনা যাচ্ছিল, ঘনিষ্ঠ মহলে নাকি দলেরই একাংশের বিরুদ্ধে এই চক্রান্ত করার অভিযোগ তোলেন তিনি। যদিও শনিবার দিলীপের বার্তা,‘সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়। সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে। একাধিক লোক থাকে এর মধ্যে। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি।’ এখানেই শেষ নয়, তাঁর সংযোজন, ‘পুলিশ কিছু না করলে হাই কোর্টে যাব। সে ব্যবস্থাও করে রেখেছি।’ তবে এ লড়াই তাঁর ব্যক্তিগত এবং দলকে এর মধ্যে জড়াতে চান না তিনি, সে কথাও স্পষ্ট করেছেন।
একটি ঘটনার কথাও বলেন বিজেপি নেতা। জানান,’৫-৬ বছর আগে আমাদের পার্টিতে আরএসএসের প্রচারক ছিলেন। দলের উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন, এই এই লোকেরা আমার সঙ্গে দেখা করে আমাকে ধর্ষণ করেছে। তারপর পুলিশে অভিযোগ হয়। তদন্ত হয়।’ সাম্প্রতিককালেও এধরনের ঘটনা বহুবার হয়েছে। দিলীপ ঘোষের দাবি, ‘আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে চক্রান্ত করা হয়েছে। আমি পুলিশের গিয়েছি। এবার দেখব পুলিশ কী করে।’