ডিজিটাল ডেস্ক, ২৬ অগাস্ট : এসএসসি নিয়োগ কেলেঙ্কারির গ্রুপ ‘সি’ মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই (Group C CBI Voice Sample)। মঙ্গলবার আলিপুর আদালতে এক বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
যাঁদের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রকের সচিব সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির দুই ডেটা এন্ট্রি অপারেটর—সমরজিৎ আচার্য ও পর্ণা বসু, এবং নিয়োগে যুক্ত সংস্থা নাইসার দুই কর্মী নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসল। তদন্তের প্রয়োজনে এই নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, চলতি বছরের ১৬ মে সিবিআই ওই পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাদের হাতে অভিযুক্তদের একটি গোপন বৈঠকের অডিও ও ভিডিও ক্লিপ এসেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। সেই ক্লিপিং-এর সত্যতা যাচাই এবং ফরেনসিক বিশ্লেষণের উদ্দেশ্যেই এই কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে।
আলিপুরের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে, অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই প্রক্রিয়া। তদন্তকারীদের মতে, এই কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট মামলার গতিপথে বড় পরিবর্তন আনতে পারে।