Nepal Bus Accident : নেপালে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, অন্তত ১৪ জনের মৃত্যু

845

Nepal : ফের নেপালে বড়-সড় বাস দুর্ঘটনা। নেপালে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস। নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে তাদের মধ্যে প্রত্যেকেই ভারতীয়। উত্তর প্রদেশ থেকে ৪০ জন যাত্রী নিয়ে আসছিল বাসটি। পোখারা থেকে যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে, নদীতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন।

শুক্রবার নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের তরফে জানা গিয়েছে, বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।

নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে চলছে।