ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ এ কেমন দাদাগিরি! পুলিশের উপর চড়াও হল এক পরিবার। জমি বিবাদের জেরে ধূপগুড়ির ডাউকিমারী পুলিশ ফাঁড়ির ওসির উপর হামলা করে ধূপগুড়ি মহকুমার চড়চড়াবাড়ি এলাকার বেশ কয়েকজন। পুলিশ সূত্রের খবর ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে রীতিমতো দাদাগিরি ,গুণ্ডামি। গতকাল রাতে এই পুলিশ ফাঁড়ির উপর হামলা চলায় এক পরিবারের ৬ থেকে ৭ জন(Jalpaiguri News)।
পুলিস সূত্রে খবর এই পরিবারের সদস্যদের আদালত থেকে সমন পাঠানো হয়। জমি বিবাদের জেরে তারা পুলিসের কাছে হাজিরা দিতে যায়। তাদের অভিযোগ ওই পরিবারের প্রতিবেশিরা তাদের জমি জোর করে দখল করে নিচ্ছে। সে বিষয়ে অভিযুক্ত পরিবারকে পুলিশ ডেকে পাঠায়। যার পরেই শুরু হয়। পরিবর্তীতে জানা যায় ওই অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করে পুলিস। জানা গেছে ওই অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে।
পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি!আটক ৬ জন। জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে ধূপগুড়ির ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির অভিযোগ ধূপগুড়ি মহকুমার চড়চড়াবাড়ি এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির উপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ। জনপ্রতিনিধিরা তাদের বোঝাতে চেষ্টা করলেও কারো কথা মানেনি বলে অভিযোগ।তাদের এই কান্ডে উত্তেজনা ছড়িয়ে পরে । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ৬ ব্যক্তিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিনের এই ঘটনায় ধৃতদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।