Kasba Rape Chargesheet : কসবা কলেজ গণধর্ষণ কাণ্ডে ৫৮ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট, মূল অভিযুক্ত মনোজিৎ

61

ডিজিটাল ডেস্ক, ২৫ অগাস্ট : কসবা ল কলেজ কাণ্ডে অবশেষে জমা পড়ল চার্জশিট (Kasba Rape Chargesheet)। তদন্ত শুরু হওয়ার ৫৮ দিনের মাথায় দাখিল করা হল ৬০০-রও বেশি পাতার বিশাল চার্জশিট।

সূত্রের খবর, এই চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। মোট ৬৫৮ পাতার নথিতে অভিযুক্ত করা হয়েছে চারজনকে। তাঁদের মধ্যে রয়েছেন মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই তদন্তকারী দল আদালতকে জানিয়েছিল, তারা গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং একাধিক সাক্ষীর বয়ান সংগ্রহ করেছে। তার পরপরই জমা পড়ল চার্জশিট।

গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র এবং বর্তমান দুই পড়ুয়া জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত মনোজিৎ মিশ্র কলেজে শাসক দলের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে, জইব ও প্রমিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ অনুচর। ঘটনায় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। নির্যাতিতার অভিযোগ, মনোজিতের নির্দেশেই সেদিন কলেজের মেন গেট বন্ধ করে দিয়েছিলেন পিনাকী, যাতে কেউ ভেতরে বা বাইরে না যেতে পারে।