LUMDING:লামডিঙের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন

26

LUMDING: ডিমা হাসাও জেলায় ভূমিস্খলনের জেরে লামডিঙের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন। লামডিঙের ব্যবসা বাণিজ্য প্রায় লাটে ওঠার জোগাড়। দোকান মালিক, অটো চালক সকলেই সঙ্কটের মুখে।

লামডিঙের সঙ্গে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম-মণিপুর রেলপথে বিচ্ছিন্ন। ২৭ নম্বর জাতীয় সড়কেও ধস নামায় বহুদিন থেকে বন্ধ রাস্তা। ফলে লামডিঙের অর্থনীতি সঙ্কটে। ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। অটো চালক থেকে শুরু করে ছোটখাটো পেশায় জড়িত মানুষরা ঘোর সঙ্কটে।

লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে লামডিঙে বাইরের লোকজনের আসাও বন্ধ। তার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। লামডিঙের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ছিল বাইরে থেকে আসা লোকজনের উপর। যোগাযোগ বন্ধ থাকায় তার নেতিবাচক প্রভাব পড়েছে কেনা বেচায়।

গুরুতর সঙ্কটে পড়েছেন অটোচালকরা। লামডিঙের অটো রিকশাগুলো মূলত বাইরে থেকে আসা যাত্রীদের উপরেই নির্ভরশীল ছিল। কেয়কিদন ধরে বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় অটোরিকশার যাত্রী নেই। এক অটোরিকশা চালক জানালেন সঙ্কটের কথা।

এক ব্যবসায়ী জানালেন, এই মুহূর্তে লামডিঙের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ধসের জেরে রেলপথ এবং সড়ক বন্ধ থাকায় বাইরে থেকে যাত্রী আসা বন্ধ। ফলে, লামডিঙের বাজারে ক্রেতার অভঙাব দেখা দিয়েছে।

যাত্রীর অভাবে ধুঁকছে লামডিঙের অটোরিকশাগুলো। সারাদিন বসে থেকেও যাত্রীর অভাবে রোজগার প্রায় নেই। এই পরিস্থিতিতে সংসার চালানোও অসাধ্য হয়ে উঠেছে। নিজের এই অভিজ্ঞতা জানবালেন এক অটোচালক।

পাহাড় লাইন বন্ধ থাকায় জটিল সমস্যা দেখা দিয়েছে। এক ব্যবসায়ী জানালেন, রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় লামডিঙে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আগে লামডিঙে রেলের রমরমা ছিল। সেসময় রেলের প্রচুর কর্মী ছিলেন। ফলে স্থানীয়ভাবে প্রচুর লেনদেন হতো। চমৎকার চলত ব্যবসা বাণিজ্য। আজকাল সেই অবস্থা নেই। তার মধ্যে পাহাড় লাইন বন্ধ হওয়ায় সঙ্কট আরও বেড়েছে। এখন বাজারে ক্রেতা নেই। ফলে বিক্রিও নেই।

কবে ফের চালু হবে রেল যোগাযোগ ব্যবস্থা সেই অপেক্ষায় রয়েছেন লামডিঙের ব্যবসায়ীরা। অপেক্ষায় রয়েছেন অটোচালকরাও। এই সঙ্কটের আবহে সকলেই আশা করছেন দ্রুত চালু হোক রেল যোগাযোগ।