জম্মু ও কাশ্মীরে বায়ুসেনার গাড়িতে হামলা, নিহত ১ জওয়ান আহত আরও চারজন, জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি

110

শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার গাড়ি লক্ষ্য করে গুলি জঙ্গিদের। ঘটনায় মৃত্যু হয়েছে এক জওয়ানের। আহত বাকি চারজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামের এই ঘটনায় গতকাল ৫ জন জওয়ান আহত হয়েছিলেন। বায়ু সেনাবাহিনীর পাঁচ জওয়ানকেই  হেলিকপ্টারে তুলে উধমপুরের বায়ুসেনা হাসপাতালে ভর্তি করানো হয়।  আহতদের মধ্যে আরও এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

চলতি বছর এই প্রথম জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা। এই ঘটনার কিছু ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, গাড়ির সামনের কাচ লক্ষ্য করে ছুটে আসে পর পর ঝাঁকে ঝাঁকে গুলি। দুটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে জঙ্গীরা, তার মধ্যেই একটি গাড়ি ছিল বায়ুসেনার। নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর  পুঞ্চে কাজ সেরে বায়ুসেনা ঘাঁটিতে ফিরছিল জওয়ানদের ওই গাড়ি। তখনই হামলা চালায় জঙ্গিরা।  বায়ুসেনার কনভয় লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস শাখা এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করেছে। শাহশিটার কাছে বায়ুসেনার ঘাঁটিতে গাড়িগুলি সুরক্ষিত ভাবে রেখে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন জওয়ানেরা। হামলার জায়গায় বায়ুসেনার বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে সেনা সূত্রে।  

পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণা। আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে কোনও জঙ্গি জখম কি না, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পুঞ্চ। সেখানে ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট। তার আগে নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে চলে গুলি। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।