Paris Olympics 2024 Neeraj Chopra : ভারতের পঞ্চম পদক প্যারিস অলিম্পিক্সে, রুপো জয় নীরজ চোপড়ার

105

Paris Olympics 2024 Neeraj Chopra : প্যারিস অলিম্পিক্সে রুপো জয় নীরজ চোপড়ার। ফাইনালে নিজের সেরা থ্রো ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করেই রুপো নিশ্চিত করে ফেলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। এই রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে দুটো অলিম্পিক্সে পদক জিতলেন নীরজ চোপড়া।

প্যারিস অলিম্পিক্সে রুপো জিতলেন নীরজ চোপরা। পর পর দুটো অলিম্পিক্সে দক জিতে নজির নীরজের। কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। ফাইনালে তাঁকে টেক্কা দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে অলিম্পিক্স রেকর্ড করে সোনা জিতে নেন আর্শাদ। তবে যাই হোক প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে , ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদক জয়ের ধারাবিহিকতা বজায় রাখলেন।

নীরজের পদকের জন্য অধীর হয়ে অপেক্ষায় ছিল পানিপথ। নীরজ রুপো জিততেই শুরু সেলিব্রেশন। আতসবাজি ফাটিয়ে, মিস্টি মুখ করিয়ে উৎসবে মেতে ওঠে নীরজের পরিবার।

পর পর দুটো অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক। গোল্ডেন বয়ের কীর্তিতে উচ্ছ্বসিত গোটা দেশ। নীরজের পদক জয়ের সাক্ষী থাকতে প্যারিসে গিয়েছেন নীরজের ভক্তরা। উৎসবে মেতে উঠেছেন সকলে।