SIR ECI Update : রাজ্যের সঙ্গে আলোচনা না করেই SIR-র প্রস্তুতি? স্বরাষ্ট্র সচিবের চিঠি কমিশনকে

51

ডিজিটাল ডেস্ক, ৯ অগাস্ট : SIR ইস্যুতে বিতর্ক চরমে। এবার মুখ্যসচিবকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠির পাল্টা হিসেবে স্বরাষ্ট্রসচিব চিঠি পাঠালেন নির্বাচন কমিশনের সিইও-কে। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই SIR প্রস্তুতির প্রক্রিয়া কেন শুরু করা হল, সেই প্রশ্ন তুলেই চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে নবান্ন (SIR ECI Update)।

বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও SIR (Summary Revision of Electoral Roll)-এর সম্ভাবনা ঘিরে রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে গত ৫ অগস্ট রাজ্যের চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

এই চারজন হলেন বারুইপুর পূর্বের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) দেবোত্তম দত্ত চৌধুরী, এখানকার সহকারী ইআরও (AERO) তথাগত মণ্ডল, ময়নার ERO বিপ্লব সরকার এবং AERO সুদীপ্ত দাস। তাঁদের সাসপেন্ড করার পাশাপাশি, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। একইসঙ্গে এক ডেটা এন্ট্রি অপারেটর, সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআরের নির্দেশ দেওয়া হয়।

তবে এখনও পর্যন্ত এই নির্দেশ কার্যকর হয়নি। কেন তা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে সোমবার দুপুর ৩টার মধ্যে মুখ্যসচিবের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই এবার স্বরাষ্ট্রসচিব পাল্টা চিঠি পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সিইও-কে। প্রশ্ন তুলেছেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই কীভাবে SIR-এর প্রস্তুতি শুরু করা হচ্ছে?

এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন। তিনি বলেন, ভোটার তালিকায় গরমিল থাকলে ২০২৪ সালের নির্বাচিত সরকারকেও অবৈধ বলা যেতে পারে। বাংলায় SIR চালু হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। এমনকি নির্বাচন কমিশন ঘেরাও করার ডাকও দেন অভিষেক।