‘বাবলি’ উপন্যাস অবলম্বনে বড়পর্দায় আসছে ছবি

0 135

পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছে রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘বাবলি’র টিজার। বুদ্ধদেব গুহ-র বিখ্যাত উপন্যাস অবলম্বনে বড়পর্দায় আসছে ‘বাবলি’। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন আবির চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও সৌরসেনী মৈত্র। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বাবলির চরিত্রে, অভির চরিত্রে থাকবেন আবির চট্টোপাধ্যায় এবং ঝুমার চরিত্রে থাকবেন সৌরসেনী মৈত্র।

ছবির শুভমুক্তি আগামী ৩০শে অগাস্ট, ২০২৪। ‘বাবলি’ উপন্যাস অবলম্বনে ছবি। বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’ নামেই এই ছবিটি বানালেন রাজ চক্রবর্তী।

Leave A Reply

Your email address will not be published.