TMC Representative Team at Poonch: ওমর আব্দুল্লার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক,পুঞ্চে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল
ডিজিটাল ডেস্ক, ২২ মে: বৃহস্পতিবার, তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার সঙ্গে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন। এই বৈঠকে কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে, প্রতিনিধি দল পুঞ্চ ও রাজৌরি সফরের পরিকল্পনা করে, যেখানে পাকিস্তান থেকে আসা গোলাবর্ষণে ২৫ জন পর্যটক নিহত এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর। মানস ভূইঁয়া জানান, তিনি ওমর আব্দুল্লার সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেছেন এবং পুঞ্চ ও রাজৌরিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এর পর, সীমান্ত এলাকায় পাক সেনার পক্ষ থেকে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়, যার ফলে একের পর এক বাড়িতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কাশ্মীরবাসীদের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার পুঞ্চ এবং শুক্রবার রাজৌরিতে যাবে ওই প্রতিনিধি দল।
উল্লেখযোগ্য যে, শ্রীনগর যাওয়ার পথে তৃণমূল প্রতিনিধি দলের বিমানটি মাঝ আকাশে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে। বড় আকারের শিলার আঘাতে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে, বিমানটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
Comments are closed.